আইপিএলে আর খেলবেন না পোলার্ড

প্রথম আলো প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২, ১৬:১৭

আইপিএলে আর খেলতে দেখা যাবে না কাইরন পোলার্ডকে। নতুন মৌসুমের আগে মুম্বাই ইন্ডিয়ানস ছেড়ে দিয়েছে এই ক্যারিবীয় অলরাউন্ডারকে। অন্য কোনো দলের হয়েও আইপিএলে খেলবেন না বলে জানিয়েছেন এ লিগের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। অবশ্য আইপিএলে না খেললেও আরব আমিরাতের নতুন লিগে মুম্বাইয়ের দলে দেখা যাবে তাঁকে। মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটিং কোচের দায়িত্বও পালন করবেন।


২০০৯ সালে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির পারফরম্যান্স দিয়ে আইপিএল দলগুলোর নজরে আসেন পোলার্ড। পরের বছর আইপিএলের নিলামে তাঁর ভিত্তিমূল্য ছিল ২ লাখ মার্কিন ডলার। মুম্বাই, চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স—চার দলই পোলার্ডকে দলে নিতে ৭ লাখ ৫০ হাজার পর্যন্ত দাম হাঁকায়। এরপর গোপন টাইব্রেকারের মাধ্যমে তাঁকে দলে নেয় মুম্বাই। সেই থেকে এ ফ্র্যাঞ্চাইজিতেই খেলে গেছেন পোলার্ড। যে কজন ক্রিকেটার আইপিএলে একটি দলের হয়েই খেলেছেন, পোলার্ড তাঁদের মধ্যে অন্যতম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও