বিয়ের বেনারসি কেনার আগে যা মাথায় রাখবেন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২, ১২:০২

বিয়ের পোশাক নিয়ে সব কনের মনেই নানা পরিকল্পনা থাকে। বর্তমানে ডিজাইনার পোশাকের কদর বেড়েছে। বিয়েতে এখন বেশিরভাগ নারীই ডিজাইনার শাড়ি পরতে পছন্দ করেন। বিয়ের পোশাকে ঐতিহ্য ধরে রাখতে পছন্দ করেন অনেকেই, আবার নতুনভাবেও সাজতে পছন্দ করেন অনেকে।


যদিও অতীতের তুলনায় বর্তমানে ফ্যাশন সচেতনদের সংখ্যা বেড়েছে, এমনকি বিয়ের পোশাকেও এসেছে ভিন্ন। যেমন-আগেকার দিনে বেনারসি শাড়িতে রূপালি জরির কাজ থাকতো।


এখনকার বেনারসিতে আর সেই কাজ থাকে না। এছাড়া শাড়িতে অনেকে আলাদা করে পাড় বসানো থাকে। আজকাল মিনেকারীর বেনারসিরও বেশ চল হয়েছে।


অন্যান্য শাড়ির তুলনায় বিয়েতে বেনারসি শাড়ি পরার চল এখনো বর্তমান। তবে বিয়ের দিন আজকাল নানা রঙের শাড়ি নিয়ে এক্সপেরিমেন্ট চলে। অনেকেই লাল পরেন। আবার অনেকেই পরেন মেরুন, গোলাপি বা নীল। অনেকে আবার সাদা রঙের বেনারসিও পরেন।


আবার একেবারে অন্য রঙের অর্থাৎ কমলা, সবুজ, নীল এরকমও অনেকে পরেন। তবে বিয়েতে লাল শাড়ি পড়ার ঐতিহ্য পুরোনো হওয়ার নয়! লাল ও মেরুন রঙের শাড়ি বা লেহেঙ্গাই বেশিরভাগ কনের পছন্দের তালিকায় থাকে প্রথমেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও