পাইকারিতে উধাও আর্জেন্টিনা-ব্রাজিলের জার্সি, খুচরায় বিক্রি রমরমা
ক্রেতা বেশি হওয়ায় হিমশিম খেতে হচ্ছে বিক্রেতাদের বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় কাঁপছে গোটা বিশ্ব। প্রিয় দলের পতাকা-জার্সি নিয়ে মাতোয়ারা সমর্থকরা। কেউ নিজের বাড়ি, কেউ গাড়ি, কেউ রাস্তা রাঙাচ্ছেন পতাকার রঙে। দীর্ঘতম পতাকা বানানোর প্রতিযোগিতাও থেমে নেই। সমর্থনে শীর্ষে ব্রাজিল ও আর্জেন্টিনা।
কাতার বিশ্বকাপের দ্বারপ্রান্তে এসে পতাকার পাশাপাশি ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে জার্সি নিয়ে। এখানেও এগিয়ে দুই দলের দুই শীর্ষ তারকা মেসি ও নেইমার। রাজধানীতে পতাকা ও জার্সির ব্যবসা এখন রমরমা। চাহিদা এত বেশি যে পাইকাররাও খুচরা বিক্রি শুরু করেছেন। দামও বাড়তি কয়েক গুণ। সোমবার (১৪ নভেম্বর) সরেজমিনে রাজধানীর গুলিস্তান পাইকারি বাজার ও এর আশপাশের খুচরা বাজার ঘুরে দেখা যায়, পাইকাররা আর পাইকারি জার্সি-পতাকা সরবরাহ করছেন না। আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার সংকট। পণ্য কম থাকায় জার্সি বিক্রি হচ্ছে খুচরায়।