তরুণদের প্রতি বিচারক জগন্নাথ ও সোহেলের বার্তা

সমকাল মহসিনুল হক প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২, ১৬:৪২

ঝালকাঠি জেলায় কর্মরত দুইজন সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহমেদ ২০০৫ সালের ১৪ নভেম্বর উগ্র জঙ্গিবাদী বোমা হামলায় নিহত হয়েছিলেন। মূলত তৎকালীন ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা জঙ্গি গোষ্ঠীগুলোর অসংখ্য বোমা হামলায় তখন দেশজুড়ে প্রাণ হারিয়েছেন আরও অনেকে। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা যে বার্তা পেয়েছি, তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।


আমরা যে বাংলাদেশ দেখতে চাই, সেটি হবে আগামী প্রজন্মের জন্য নিরাপদ। মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তে ভেজা এই দেশের বিরুদ্ধে নানামুখী চক্রান্ত এখনও অব্যাহত। এসব চক্রান্ত রোধ করতে হলে আমাদের উদ্যোগী ও উদ্যমী তরুণ সমাজকে একটি স্বপ্নের বাংলাদেশ রেখে যাওয়ার জন্য প্রতিজ্ঞা করতে হবে। কেমন হবে সেই স্বপ্নের দেশ? আমরা যখন পথ ধরে হাঁটব, দেখব প্রত্যেক মানুষ একে অপরের কল্যাণকামী। তারা পরস্পর অভিবাদন জানাচ্ছে। সবার মুখে হাসি। পরস্পর প্রতি ঘৃণা-বিদ্বেষ নেই, ক্ষোভ নেই। কেউ কারও নিন্দাবাদ করছে না। রাজনীতিবিদরা ক্ষুদ্র স্বার্থে বিতর্কের বদলে পরিকল্পনা করছে দুঃখী মানুষের দুঃখ দূর করার উপায় নিয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও