এক-দুয়ে বাটলার-হেলস, তিনে শান্ত

কালের কণ্ঠ প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২, ১২:২১

বাংলাদেশের বিশ্বকাপ দলে নাজমুল হোসেন শান্তকে নেওয়ায় কম সমালোচনা হয়নি। এই বাঁহাতি ব্যাটার সামাজিক যোগাযোগ মাধ্যমে তো নিয়মিতই হচ্ছেন ট্রলের পাত্র। তবে অবিশ্বাস্য হলেও সত্য যে, অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন তিনিই। এমনকি বিশ্বকাপের মূল পর্বে রান সংগ্রহের দিক দিয়ে ওপেনারদের মধ্যে তিন নম্বরে আছেন শান্ত।


২৯৬ রান নিয়ে এবারের আসরের শীর্ষ রান সংগ্রাহক ভারতের হয়ে তিন নম্বরে খেলা বিরাট কোহলি। মূল পর্বে ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন ইংলিশ দলপতি জস বাটলার। ২৫৫ রান এসেছে তাঁর ব্যাট থেকে। এ তালিকায় দুয়ে বাটলারের ওপেনিং পার্টনার অ্যালেক্স হেলস। ২১২ রান করেছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও