কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সবচেয়ে বেশি সংকট কুমিল্লা ও গাজীপুরে

বণিক বার্তা কুমিল্লা সদর প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২, ১০:১০

সহজ গণপরিবহন ও উন্মুক্ত স্থানের অভাবে দেশের বড় শহরগুলোয় নাগরিক জীবনে দুর্ভোগ বাড়ছে। শহরগুলোয় হেঁটে চলাচল করার মতো নাগরিকবান্ধব সুবিধাও নেই পর্যাপ্ত মাত্রায়। অপরিকল্পিত ও লক্ষ্যহীনভাবেই সম্প্রসারণ এবং শিল্পায়ন ঘটছে নগরগুলোয়। জাতিসংঘসহ বৈশ্বিক সংস্থাগুলোর নানা পর্যবেক্ষণেও বলা হয়েছে, সহজ গণপরিবহন ও উন্মুক্ত স্থানের মতো অপরিহার্য নাগরিক সুবিধার অপ্রতুলতা নিয়েই নগরায়ণ ঘটছে বাংলাদেশে। এদিক থেকে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে দেশের বড় শহর ও শিল্প এলাকাগুলো। জাতিসংঘের মানববসতি সংস্থার (ইউএন হ্যাবিটাট) ‘ওয়ার্ল্ড সিটিজ রিপোর্ট ২০২২’ প্রতিবেদনে তুলে ধরা এমনই এক পর্যবেক্ষণে উঠে এসেছে, সহজ গণপরিবহন ও উন্মুক্ত স্থানের সুবিধার দিক থেকে কুমিল্লা, গাজীপুর, ময়মনসিংহ ও রাজধানী ঢাকার অবস্থা সবচেয়ে বেশি খারাপ।


রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলোর প্রায় সবই সম্প্রসারণ হয়েছে অপরিকল্পিতভাবে। জনসাধারণের জন্য সহজ গণপরিবহন ও উন্মুক্ত স্থানের মতো নাগরিক সুবিধাগুলো এসব শহরের উন্নয়ন ভাবনায় তেমন একটা গুরুত্ব পায়নি। যদিও নগরবাসীর শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার জন্য সুবিধাগুলো নিশ্চিত করার দাবি দীর্ঘদিন ধরেই তুলছেন নগর পরিকল্পনাবিদরা। তারা বলছেন, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে নগরে পর্যাপ্ত উন্মুক্ত স্থানের অভাব অনুভূত হচ্ছে বেশ জোরেশোরেই। এসব সুবিধার অভাবে নগরগুলোর পরিবেশ যেমন অস্বাস্থ্যকর হয়ে উঠেছে, তেমনি দুর্ভোগের মাত্রাও বেড়েছে নাগরিকদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও