কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যুবলীগের সমাবেশে নিরাপত্তা দেবে সাড়ে তিন হাজার পুলিশ সদস্য

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২, ২২:৩৮

টানা তিনবার ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ শুক্রবার (১১ নভেম্বর)। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য এই সমাবেশকে ঘিরে কঠিন নিরাপত্তাবলয় তৈরি করেছ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সমাবেশে নিরাপত্তার বিষয়ে এক চুলও ছাড় দিতে রাজি নয় পুলিশ। তাই এবার ডিএমপির পক্ষ থেকে ২৯ পয়েন্টে ৩ হাজার ৫০০ পোশাকধারী প্রোটেকশন ফোর্স থাকছে নিরাপত্তায়। এর বাইরে অন্যান্য ফোর্স তো আছেই।


বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, বোম ডিসপোজাল ইউনিট, র‌্যাব, জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবে।


যেহেতু সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা; সেই বিষয়টি মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। ইতোমধ্যে যুব সমাবেশকে কেন্দ্র করে প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যান। যেখানে অন্তত ১০ লাখ লোক জড়ো করার ঘোষণা দিয়েছে যুবলীগ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও