বৃক্কের জন্য কোমল পানীয় ক্ষতিকর
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২, ১৭:৩৭
শরীর থেকে দুষিত পদার্থ বের করে দিতে কাজ করে কিডনি বা বৃক্ক।
দেহের এই যন্ত্র ভালো রাখতে পর্যাপ্ত পানি পানের গুরুত্ব অনেক। তবে ‘সোডা’ বা কোমল পানীয় উল্টো আরও ক্ষতি করে।
বংশগত কারণ, শরীরচর্চার অভাব, ধূমপান, রক্তচাপে বিশৃঙ্খলা, ডায়াবেটিস- এগুলো বৃক্কের রোগের ঝুঁকি বাড়ায়, ডাক্তারি ভাষায় যাকে বলা হয় ‘ক্রনিক কিডনি ডিজিজ (সিকেডি)।
তবে দৈনন্দিন কোন পানীয় পান করছেন সেটাও বৃক্কের রোগের কারণ হতে পারে। যার মধ্যে রয়েছে কোমল পানীয় বা সোডা।
- ট্যাগ:
- লাইফ
- কোমল পানীয়
- কিডনির সুস্থতা
- কিডনি রোগ