ইউক্রেন থেকে দেশে পৌঁছালো ৫২ হাজার টন গম
সরকারি উদ্যোগে আমদানি করা ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ 'ম্যাগনাম ফরচুন' চট্টগ্রাম বন্দরে বহির্নােঙ্গরে এসে পৌঁছেছে।
এর মধ্য দিয়ে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউক্রেন থেকে প্রথম কোনো খাদ্যপণ্যের জাহাজ বাংলাদেশে পৌঁছালো।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করে চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল কাদের বলেন, 'বুধবার বিকেলে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নােঙ্গরে এসে পৌঁছেছে। আজ আমরা নমুনা সংগ্রহ করেছি। যাচাই বাছাই শেষে সব কিছু ঠিক থাকলে গম খালাসের বিশেষায়িত সাইলো জেটিতে ভিড়বে ইউক্রেনের জাহাজ 'ম্যাগনাম ফরচুন'।