চেষ্টা করেও ধূমপানের অভ্যাস ছাড়তে পারছেন না? কোন ৫ টোটকা মানলে হবে সমস্যার সমাধান?

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২২, ১৮:৪০

ধূমপান শুরু করা যতটা সহজ, ছাড়া কিন্তু মোটেই সহজ নয়। অনেকেই আছেন যাঁরা প্রতি দিন সিগারেট ছাড়ার প্রতিজ্ঞা করছেন, তবে সামনে কাউকে ধূমপান করতে দেখলেই নিজেকে আর সামলাতে পারেন না, পুনরায় শুরু হয়ে যায় সুখটান। আপনিও কি সে দলেই পড়েন? ধূমপান ছাড়তে চেয়েও পারছেন না? ধূমপান ছাড়ার নানা রকম পন্থা নিয়ে অনেকেই পরামর্শ দিয়ে থাকেন। কিছু ওষুধও চিকিৎসকরা দেন এই নেশা ছাড়ানোর জন্য। কিন্তু সমস্যার সমাধান করতে পারে কয়েকটি আয়ুর্বেদিক টোটকাই। চিকিৎসকের দাওয়াইয়ের পাশাপাশি আর কোন কোন টোটকায় এই বদভ্যাস ছাড়া যায়, রইল তার হদিস।


১) জোয়ান: ধূমপান করার ইচ্ছা হলে কিছুটা জোয়ান মুখে পুরে নিন। আয়ুর্বেদ শাস্ত্রানুযায়ী ধূপমানের আসক্তি কমাতে জোয়ান দারুণ উপকারী।


২) আমলকি: শুকনো আমলকি চিবনোও তামাক সেবনের অভ্যাস ছাড়ানোর ভাল উপায়। আমলকি শুকিয়ে রাখতে হবে, যখনই ধূমপান করতে ইচ্ছা করবে, তখনই দু’-তিন টুকরো আমলকি মুখে নিয়ে চিবিয়ে খেতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও