You have reached your daily news limit

Please log in to continue


রক্তের প্লাটিলেট নয়, রক্তচাপসহ কিছু লক্ষণকে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা সাধারণত রোগীর রক্তের প্লাটিলেট কমা-বাড়া নিয়ে উদ্বিগ্ন হয়ে থাকেন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের (এনসিডিসি) লাইন ডিরেক্টর রোবেদ আমিন বলেছেন, ডেঙ্গুজনিত মৃত্যুঝুঁকি কমাতে প্লাটিলেট নিয়ে চিন্তিত না হয়ে অন্য কিছু লক্ষণের দিকে নজর রাখা জরুরি। এসব লক্ষণ হলো—রোগীর রক্তচাপ কমে যাওয়া, অবসাদগ্রস্ততা, ঘাম হওয়া ও বমিভাব। তাঁর মতে, এসব লক্ষণ দেখা দিলে রোগীর শারীরিক অবস্থা গুরুতর হয়ে উঠতে পারে।

আজ মঙ্গলবার রাজধানীর দারুস সালাম এলাকায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোবেদ আমিন এসব কথা বলেন।

রোবেদ আমিন আরও পরামর্শ দিয়েছেন, এসব লক্ষণ দেখা দিলে ডেঙ্গু আক্রান্ত রোগীকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করে ফ্লুইড বা স্যালাইন দেওয়া জরুরি। সঠিক সময়ে সঠিক ফ্লুইড না দিলে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির মৃত্যুঝুঁকি থাকে বলে সতর্ক করেন তিনি।

বাংলাদেশে এডিস মশা কেন নির্মূল করা যাচ্ছে না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রোবেদ আমিন বলেন, পৃথিবীর কোনো দেশেই ডেঙ্গু একবার শুরু হওয়ার পর তা পুরোপুরি নির্মূল করা যায়নি। সিঙ্গাপুরের মতো দেশেও তা সম্ভব হয়নি। এ বিশেষজ্ঞ মনে করেন, ডেঙ্গু বা এডিস মশা নিয়ন্ত্রণ করার জন্য পরিষ্কার–পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। কিন্তু সর্বত্র পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা যাচ্ছে না। বাড়িতে বাড়িতে ছাদবাগান হচ্ছে। কিন্তু এসব গাছের টবে পানি জমে আছে কি না, তা ছাদবাগানের মালিকেরা নিয়মিত পর্যবেক্ষণ করছেন না, কিংবা কতটুকু পানি দিলে টবে পানি জমে থাকবে না, তা সবাই জানেন না। অনেকে গৃহকর্মীদের দিয়ে ছাদবাগান পরিচর্যার কাজ করিয়ে থাকেন। গৃহকর্মীরাও নিয়মিত জমে থাকা পানি পরিষ্কার করছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন