বিশ্বের সবচেয়ে ছোট টিভি, ডিসপ্লে মাত্র ১ ইঞ্চি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২২, ১৪:৪২

বিশ্বের ছোট টিভি তৈরি করে তাক লাগালো টাইনিসারকিটস। যেখানে বিশ্বের অন্যান্য কোম্পানিগুলো বড় স্ক্রিনের টেলিভিশন বানাতে ব্যস্ত। এমনকি স্মার্টফোন থেকে শুরু করে ট্যাব ও অন্যান্য ডিভাইসে বড় স্ক্রিন দিতে ব্যস্ত কোম্পানিগুলো। সেখানে টাইনিসারকিটস মাত্র ১ ইঞ্চি ডিসপ্লের টিভি তৈরি করেছে।


টাইনিসারকিটস কোম্পানি একসঙ্গে দুটি টাইনিটিভি বা ছোট টিভি তৈরি করেছে। যার একটির স্ক্রিন ০.৬ ইঞ্চি বা ১৫মিমি এবং অন্যটি মাত্র ১.০ ইঞ্চি। এটি সামনের দিকের স্পিকারের উপরে লাগানো হয়েছে।


টিভিগুলো তাদের রেট্রো লুকে মুগ্ধ করেছে বিশ্বকে। এটিতে দুটি ঘূর্ণায়মান নব দেওয়া হয়েছে। যার সাহায্যে ভলিউম নিয়ন্ত্রণ করা এবং চ্যানেল পরিবর্তন করা যাবে। টিভিগুলোর আকার একটি ডাকটিকিটের সমান বলেই জানিয়েছে কোম্পানিটি।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও