ডেঙ্গু : এত ভয়াবহ আকার ধারণ করল কেন?

ঢাকা পোষ্ট কবিরুল বাশার প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২২, ১১:১১

বাংলাদেশের ডেঙ্গু ইতিহাসে ভিন্নধর্মী একটি চিত্র আমরা দেখতে পেলাম ২০২২ সালে। সরকারি হিসাব মতে এই বছর অক্টোবর মাসে প্রায় ২১,৯৩২ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং ৮৬ জন মারা গেছে। নভেম্বরেও এই ধারা অব্যাহত রয়েছে।


বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ডেঙ্গু হয়েছিল ২০১৯ সালে। সেই বছর এক লাখেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে ২০২২ সাল মৃত্যুতে ২০১৯ সালকে ছাড়িয়ে গেল।


২০১৯ সালে এক লাখের বেশি মানুষ আক্রান্ত হলেও অক্টোবরে আক্রান্ত হয়েছিল মাত্র ৮,১৪৩ জন এবং কেউ মারা যায়নি। ২০০০ সালে বাংলাদেশে ডেঙ্গু শুরু হওয়ার পর থেকে প্রতিবছরই কমবেশি ডেঙ্গু হয়েছে তবে অক্টোবর-নভেম্বরে এরকম ভয়াবহতা এর আগে প্রত্যক্ষ করেনি বাংলাদেশ।


অক্টোবর-নভেম্বরে ডেঙ্গুর এই ভয়াবহ পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের একটি প্রভাব এখানে রয়েছে।  শুধুমাত্র বাংলাদেশেই যে এই পরিস্থিতির সৃষ্টি তা নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও