শান্তসহ বাকিদের মানসিক ডাক্তার দেখাতে বললেন ওয়াসিম আকরাম

কালের কণ্ঠ প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২২, ১৮:৫৫

বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার এমন সুযোগ বারবার আসে না। কিন্তু বাংলাদেশ সেটা কাজে লাগাতে পারলে তো! পাকিস্তানের সঙ্গে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত। এমন ম্যাচে চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিল বাংলাদেশ দল। সুন্দর শুরুর পর ১৫০-৬০ রানের উইকেটে টাইগাররা করল মাত্র ১২৭ রান! সেই রান তুলতে পাকিস্তানের যে কষ্ট হয়েছে, তাতে দেড়শ রান করলে যে বাংলাদেশ জিতে যেত- সেটা বলে দিতে হয় না। একই আক্ষেপ পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামের।


পাকিস্তানের একটি টিভি শোতে 'সুলতান অব সুইং' বাংলাদেশি ব্যাটারদের মানসিকতা নিয়ে বিস্ময় প্রকাশ করেন। ১০ ওভারে ১ উইকেটে ৭০ রান তুলে ফেলা দল কীভাবে ১২৮ রানে আটকে যায়! আকরাম বলেন, 'খেলা শেষে তো খুশিই হয়েছি। কারণ অনেক ভুল করার পরও আমরা সেমিফাইনালে কোয়ালিফাই করেছি। এই ম্যাচে পর বাংলাদেশের উচিত আত্মসমালোচনা করা। আমি যদি বাংলাদেশ দলের অধিনায়ক কিংবা কোচ হতাম, তাহলে অবশ্যই এই খেলোয়াড়দের মনোচিকিৎসকের কাছে নিয়ে যেতাম। '

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও