সেতুর অভাবে তিন গ্রামের মানুষের দুর্ভোগ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের তুলসীগঙ্গা নদীর ওপর সেতু না থাকায় ভোগান্তি পোহাচ্ছেন তিন গ্রামের প্রায় ১০ হাজার মানুষজন। বিকল্প ব্যবস্থা না থাকায় সেখানে কাঠের সাঁকো নির্মাণ করেছেন এলাকাবাসী। কিন্তু সেটিও জরাজীর্ণ। ফলে সাঁকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয়রা। দুর্ভোগ লাঘবে সেতু নির্মাণের দাবি তাদের।
খোঁজ নিয়ে জানা গেছে, আলিহাট ইউনিয়নকে বিভক্ত করেছে তুলসীগঙ্গা নদী। এই নদীর একপাশে কাশিয়াডাঙ্গা গ্রাম অপরপাশে বাঁশমুড়ি ও ডুগডুগী। তিন গ্রামের পাশাপাশি ঘোড়াঘাট ও পাঁচবিবি উপজেলার কয়েক গ্রামের মানুষ এই নদী পারাপার হন। শুষ্ক মৌসুমে কোনোমতে পার হতে পারলেও বর্ষায় নৌকাই ভরসা। এতে হাসপাতালে রোগী নিয়ে যাওয়া, জমি থেকে ধান কেটে নেওয়া এবং স্কুলে যেতে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। নৌকায় নদী পাড়ি দিতে বিভিন্ন সময় ঘটে দুর্ঘটনা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- দুর্ভোগ
- চরম দুর্ভোগ
- জনদুর্ভোগ