চিনিতে বিধিনিষেধ তুলল ভারত, রপ্তানি করবে ৬০ লাখ টন
আগের সিদ্ধান্ত থেকে সাময়িক সরে এসে ৬০ লাখ টন চিনি রপ্তানির ঘোষণা দিয়েছে ভারত।
শনিবার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনি রপ্তানিকারক দেশটির খাদ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে ১ নভেম্বর থেকে আগামী ৩১ মে পর্যন্ত এ পরিমাণ চিনি বিদেশে বিক্রি করতে অনুমোদন দেবে বলে জানিয়েছে।
রয়টার্স ও ভারতীয় সংবাদমাধ্যমের খবর, চিনিকলগুলো কোটা অনুযায়ী ওই সময়ের জন্য রপ্তানি করতে পারবে।
এর আগে গত ২৮ অক্টোবর বিশ্বের সবচেয়ে বেশি চিনি উৎপাদনকারী দেশটি আরও এক বছরের জন্য চিনি রপ্তানিতে বিধিনিষেধ বাড়িয়েছিল। সেদিন আগের সময়সীমাকে বাড়িয়ে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত করা হয়েছিল।
দেশের অভ্যন্তরে দামে লাগাম টানতে বিশেষ করে উৎসবের সময় যাতে সংকটে দাম চড়ে না যায় সেজন্য এমন পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়। গত ২০২১-২২ অর্থবছরের সেপ্টেম্বর থেকে চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ দিয়ে রেখেছে দেশটি।
শনিবার রয়টার্স লিখেছে, টানা দ্বিতীয় বছরের মত দেশটিতে রেকর্ড পরিমাণ চিনি উৎপাদন হতে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে চিনিকলগুলোর গত তিন বছরের উৎপাদনের ওপর ভিত্তি করে ৬০ লাখ টন রপ্তানির অনুমোদন দেওয়ার কথা ওই প্রজ্ঞাপনে জানিয়েছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- চিনি রপ্তানি