জনস্বার্থ মানে কার স্বার্থ?

সমকাল আমীন আল রশীদ প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২২, ১১:৩৮

বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থায় বহুল ব্যবহূত এবং বলা সংগত, নিয়মিত অপপ্রয়োগের শিকার হওয়া একটি নিরীহ শব্দ 'জন'। যেমন 'জনগণ'। রাজনীতিবিদরা নিয়মিত জনগণের দোহাই দেন। তাঁরা বলেন, তাঁরা জনগণের জন্য রাজনীতি করেন। যদিও সেই জনগণই তাঁদের দ্বারা নিয়মিত নিগ্রহ ও বঞ্চনার শিকার।


সব নেতাই নিজেকে 'জনদরদি' বলে দাবি করেন। কিন্তু আমাদের 'জননেতা' বা 'জনদরদি' নেতারা কতটা জনসংশ্নিষ্ট, সেটি দেশের জনগণ নিয়মিত তাদের অভিজ্ঞতা দিয়ে হাড়ে হাড়ে টের পায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও