জরাজীর্ণ ঘরে নিরুপায় দুই এতিম ভাইয়ের বসবাস
ঘরের বেড়া ও চাল অনেকটা হেলে পড়েছে। বৃষ্টি হলে চালের ছিদ্র দিয়ে পানি পড়ে একাকার হয়ে যায় ঘর। ঝড়ের দিনে ওই ঘর পড়ে গিয়ে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। এমন ঝুঁকিপূর্ণ ঘরেই বসবাস দুই ভাইয়ের। তাদের বাবা মারা গেছেন বছরখানেক আগে। মাস ছয়েক আগে মা-ও পাড়ি জমান না–ফেরার দেশে। এরপর অকূলপাথারে পড়ে দিশাহারা এই দুই কিশোর।
মা ও বাবাকে হারানো ওই দুই কিশোরের নাম মো. কায়সার ও আবদুল হামিদ। তাদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকায়। কায়সার গাছবাড়িয়া সরকারি কলেজে উচ্চমাধ্যমিকে ও হামিদ শিকলবাহা পিডিবি উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ালেখা করে। তাদের একমাত্র বোনের বিয়ে হয়েছে আগেই।
- ট্যাগ:
- বাংলাদেশ
- এতিম
- জরাজীর্ণ ভবন