গণতন্ত্র শক্তিশালী করতে সবাইকে সোচ্চার হতে হবে : ড. কামাল
বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ও গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, 'দেশের রাজনীতিতে বড় দলগুলো নিজেদের স্বার্থ নিয়ে চিন্তা করে। তারা জনগনের অধিকার রক্ষায় ভূমিকা রাখছে না। তবে মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় সবচেয়ে বড় শক্তি 'সচেতন নাগরিক। ' কেউ যাতে সংবিধান লঙ্ঘন না করতে পারে এ ব্যাপারে দেশের জনগণকে সচেতন থাকতে হবে।
বৃহস্পতিবার (০৩ নভেস্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সমাজবিজ্ঞান অনুষদ ভবনের ১৩১ নম্বর গ্যালারিতে 'আমরা বাংলাদেশের জনগণ' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশের ৫০তম সংবিধান দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ড. কামাল হোসেন বলেন, 'সংবিধান সরকারের ওপর ছেড়ে দেওয়া হয়নি। সংবিধানে 'সকল ক্ষমতার মালিক জনগণ' লেখার মাধ্যমে বাংলাদেশের জনগনকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে।