কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আওয়ামী লীগ ‘ভালো’ হয়ে গেল, নাকি চাপে পড়েছে?

প্রথম আলো এ কে এম জাকারিয়া প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২২, ১৮:০৩

রাজনীতি নিয়ে এখন অনেকেই বেশ চাঙা বোধ করতে শুরু করেছেন। বিশেষ করে কয়েকটি বিভাগে বিএনপির ধারাবাহিক সফল জনসভায় সরকারবিরোধীদের অনেকেই বেশ উৎসাহিত। তাঁরা দেখছেন, নানা বাধাবিপত্তির পরও এসব জনসভায় দলের নেতা–কর্মী ও সমর্থকেরা অংশ নিচ্ছেন।


অনেকেই প্রশ্ন করেছেন, বিএনপি কী এমন কৌশল বা সাংগঠনিক উদ্যোগ নিল, যাতে কর্মী-সমর্থকেরা এতটা উদ্বুদ্ধ হলো! কিন্তু এর পাল্টা প্রশ্ন হলো, আসলেই কি এখানে কোনো কৌশল কাজ করেছে? নাকি সরকারি দল ও পুলিশের হামলা, মারধর ও গুলি বন্ধ হওয়াতেই সমর্থকেরা সমাবেশে হাজির হতে শুরু করেছেন? ভোলা, নারায়ণগঞ্জ বা মুন্সিগঞ্জে যা ঘটেছে, তা অব্যাহত থাকলে এসব জনসভা কতটা সফল হতো?


এখানে বলে রাখা ভালো, বিএনপির জনসভার আগে বাস, লঞ্চ বা নৌঘাটে ধর্মঘট বা পরিবহন বন্ধ রেখে যে ‘বাধা’ দেওয়া হচ্ছে, সেগুলোকে বাধা হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। বাংলাদেশের রাজনীতিতে এগুলো নতুন কিছু নয়। এসব বাধা দূর করেই বাংলাদেশে বিরোধী দলগুলো তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও