শীতে বাতের ব্যথা কেন বাড়ে? সারাতে করণীয়
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২, ১০:০৯
শীতে অন্যান্য রোগের মতো বাতের ব্যথাও বেড়ে যায়। এই ব্যথা এতোটাই কাবু করে দেয় যে, আক্রান্তরা সামান্য হাঁটাচলাতেও যন্ত্রণা পোহান। বিশেষজ্ঞদের মতে, আর্থ্রাইটিস এমন এক শারীরিক সমস্যা যা গাঁটের সঠিক চলাচলকে ব্যাহত করে। যে কোনো বয়সের মানুষের মধ্যেই বাতের সমস্যা দেখা দিতে পারে।
বাতের ব্যথার সমস্যা দেখা দিলে চিকিৎসকের নিয়ম ও পরামর্শ মেনে জীবনধারণে বদল আনতে হবে। শীতে কেন বাতের ব্যথা বাড়ে? বিশেষজ্ঞদের মতে, শীতে সবার মধ্যেই অলসতা দেখা দেয়। বেশিরভাগ মানুষই এ সময় জড়োসড়ো হয়ে থাকেন। এর ফলে হাড় ও পেশির সঞ্চালনও সঠিক হয় না। আর এ কারণেই বাড়ে বাতের ব্যথা। বাতের ব্যথা সারানোর ঘরোয়া উপায় কী? >> গরম পানিরর সেঁক দিতে পারেন ব্যথার স্থানে। এছাড়া হাত-পা গরম রাখতে মোজা পরে থাকারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
- ট্যাগ:
- লাইফ
- শারীরিক সমস্যা
- বাতের ব্যথা