'নকল' পরিবহন ধর্মঘটে আসল যন্ত্রণা
পরিবহন মালিক-শ্রমিকরা সিলেটে ধর্মঘট ডেকে বসে গেল ১৩ সেপ্টেম্বর। যাত্রী ভোগান্তির কথা ভেবে সেই রাতেই ত্বরিত আলোচনা করে ধর্মঘট প্রত্যাহার করায় প্রশাসন। অতীতে অধিকাংশ পরিবহন ধর্মঘট থামাতে প্রশাসনকে এমন করিৎকর্মা ভূমিকায় দেখা যায়। তবে সরকারবিরোধীদের কর্মসূচির সময় গণপরিবহন বন্ধে জনদুর্ভোগ মাত্রা ছাড়ালেও তা নিরসনে তৎপরতা নেই।
বরং যখন যেখানে বিএনপির সমাবেশ, সেখানেই ধর্মঘট ডেকে গণপরিবহন বন্ধের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল রোববারও বলেছেন, 'এখানে আমার করার কী আছে!' তাঁর ভাষ্য, পরিবহন মালিক-শ্রমিকরা বিএনপিকে ভয় পায়। সে কারণে দলটির কর্মসূচির সময়ে বাস বন্ধ রাখে।
গত ১৫ অক্টোবর ময়মনসিংহে, ২২ অক্টোবর খুলনায় ও ২৯ অক্টোবর রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগের দিন থেকেই অঘোষিত ও ঘোষিত ধর্মঘটে গণপরিবহন বন্ধ ছিল। যেসব দাবিতে ধর্মঘট হয়েছিল, সেগুলো পূরণ বা প্রশাসনের কাছ থেকে আশ্বাস না পেলেও সমাবেশ শেষ না হতেই যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।