যুক্তরাষ্ট্রে ৫৪টি অঙ্গরাজ্য আছে, দাবি বাইডেনের
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও তার গাফিলতির জন্য সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছেন। এবার ৭৯ বছর বয়সী এই প্রেসিডেন্ট দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে ৫৪টি অঙ্গরাজ্য রয়েছে এবং সেখানে তিনি নাকি প্রচারণা চালিয়েছিলেন।
গত শুক্রবার পেনসিলভানিয়ায় এক সমাবেশে এই মন্তব্য করেন তিনি। রোববার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।
প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ‘পেনসিলভানিয়া ডেমোক্রেটিক পার্টি রিসেপশনে’ ভাষণ দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে ৭৯ বছর বয়সী ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট বলেন, ওবামাকেয়ারকে রক্ষা করতে ২০১৮ সালে ‘৫৪ অঙ্গরাজ্যে’ প্রচারণা চালিয়েছিলেন তিনি।
নিজের ওই বক্তৃতায় প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওবামাকেয়ার বাতিলের বিষয়ে প্রচার-প্রচারণা করেছিলেন। কিন্তু এটি যাতে না ঘটে সেজন্য ডেমোক্র্যাটরা ২০১৮ সালে পাল্টা কঠোর প্রচারণা চালিয়েছিলেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- দাবি
- অঙ্গরাজ্য
- জো বাইডেন