সোহেল চৌধুরী হত্যা: জবানবন্দি দিয়েছেন অন্যতম আসামি বান্টির গাড়ি চালক

www.ajkerpatrika.com প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২, ১৮:০৭

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলামের গাড়ি চালক দিয়ান খান আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ জবানবন্দি দিয়েছেন। তিনি আদালতকে বলেন, ‘আমি নিজেও গুলিবিদ্ধ হই, নায়ক সোহেল চৌধুরীও গুলিবিদ্ধ হন। আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাসায় যাই। এরপর নায়ক সোহেল চৌধুরী মারা যান।’


এই মামলার তৃতীয় সাক্ষী হিসেবে দিয়ান খানের জবানবন্দি লিপিবদ্ধ করেন বিচারক মো. জাকির হোসেন। বিপক্ষের আইনজীবীরা পরে তাকে জেরা করেন। ট্রাইব্যুনাল আগামী ১৩ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন।


দিয়ান জবানবন্দিতে বলেন, ঘটনার রাতে বান্টি ইসলামকে নিয়ে বনানীর ট্র্যাম্পস ক্লাবে যান তিনি। বান্টি ইসলামকে নামিয়ে দিয়ে তিনি বাসায় ফিরে আসেন। রাত তিনটার দিকে আবার তিনি তাঁর মালিক বানটি ইসলামকে ক্লাব থেকে আনতে যান। সেখানে গন্ডগোল হয়। একপর্যায়ে গোলাগুলি হয়। একটি গুলি তাঁর গায়ে লাগে। তাকে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শেষে তিনি বাসায় ফেরেন। পরে তিনি জানতে পারেন ওই ঘটনায় নায়ক সোহেল চৌধুরী গুলিবিদ্ধ হন। তিনি মারা যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও