টুইটারের নীতিমালায় এখনও কোনো পরিবর্তন আনা হয়নি: ইলন মাস্ক
টুইটারের কনটেন্ট বিষয়ক নীতিমালায় এখনও কোনো পরিবর্তন আনা হয়নি বলে জানিয়েছেন ইলন মাস্ক। গত বৃহস্পতিবার বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যমটির নিয়ন্ত্রণ নেওয়ার পর নিজের টুইটে এ ঘোষণা দেন। তবে এর আগে তিনি বলেছিলেন, টুইটারের কনটেন্ট পর্যালোচনার জন্য একটি দল গঠন করবেন। তিনি ওই টুইটে বলেন, ছোট এবং সন্দেহজনক কারণে যাঁদের টুইটার ব্লক করা হয়েছে তাঁদের 'টুইটার জেল' থেকে মুক্ত করা হবে। টুইটারে কৌতুক এখন বৈধ। বিশ্নেষকরা বলছেন,
ইলন মাস্কের সর্বশেষ টুইট অনুযায়ী কনটেন্ট পর্যালোচনায় এখনই নতুন নিয়ম করা হচ্ছে না। এটি নিয়ে হয়তো আরও সময় নিতে চান তিনি।
এদিকে গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নিয়েই প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী (সিইও) পরাগ আগরওয়ালকে বরখাস্ত করেন। পাশাপাশি তিনি টুইটারের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা নেদ সেগালকেও বরখাস্ত করেন। প্রতিষ্ঠানটির অন্যতম বিনিয়োগকারী রস গারবারের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে কিনে টুইটারের নিয়ন্ত্রণ নিয়েছেন। তিনি বলেন, 'আমার মনে হয়, আদালত মাস্ককে চুক্তি মেনে চলতে চাপ দিয়েছেন। বলতে বাধা নেই, শুরুতে এ নিয়ে বেশ জটিলতা দেখা দিয়েছিল।'