কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘টেকা, ও পাখি’ গানের নেপথ্যের গল্প বললেন অনম

কালের কণ্ঠ প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২, ১৬:০৩

‘টেকা পাখি’ গান শুনেছেন? ওই যে, ‘টেকা, ও পাখি তুমি উইড়্যা উইড়্যা আসো’...


টাকা নিয়ে এই ভালোবাসার গান ভাইরাল অন্তর্জালে। ইউটিউব ট্রেন্ডিংয়ে মিউজিক ক্যাটাগরিতে দুই নম্বরে ছিল এই গান, হালের জনপ্রিয় টিকটকে ৫০ হাজারের বেশি মানুষ এই গানের সাথে টিকটক করেছে।


গানটি অনম বিশ্বাসের, তাঁর গীতিকাব্যে সাড়া ফেলেছে ‘টেকা পাখি’।


আলোচিত ‘দেবী’ সিনেমার পরিচালক হিসেবে খ্যাতি পেয়েছেন অনম বিশ্বাস।


পরিচালকের বাইরে চিত্রনাট্যকার হিসেবে ঘরে তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার; আলোচিত ‘আয়নাবাজি’ সিনেমার চিত্রনাট্য লিখে। গীতিকার হিসেবেও কম যান না অনম বিশ্বাস, আইসিসি টি-২০ বিশ্বকাপের থিম সংও লিখেছেন তিনি; ‘চার ছক্কা হৈ হৈ, বল উড়াইয়া গেল কৈ...। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও