বাড়তি পকেট মানি? আগে দাও পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২, ১৭:৫১

হাত খরচের জন্য বাড়তি টাকা চাই বা নতুন ভিডিও গেইম কিনতে ইচ্ছা হয়েছে? আগে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ‘পিচ করে’ রাজি করতে হবে বাবাকে।


সন্তানের জনসমক্ষে কথা বলার এবং মানুষকে রাজি করানোর আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এ কৌশল বেছে নিয়েছেন যুক্তরাজ্যের সাফোক কাউন্টির এক বাবা।


মহামারীর লকডাউনে ঘরবন্দী থাকার পর দুই সন্তানের মধ্যে ১৫ বছর বয়সী জশুয়া ক্লাসের আলোচনায় অংশ নিচ্ছে না জেনে এই অভিনব কৌশলের শরণাপন্ন হয়েছেন ফিল কুইকেনডেন।


প্রতি মাসে অভিভাবকদের কাছ থেকে পকেট মানি বা হাত খরচের টাকা পান কুইকেনডেন পরিবারের দুই সন্তান। তার মধ্যে ১০ বছর বয়সী স্যাম ইতোমধ্যেই বাবাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখিয়ে নতুন ভিডিও গেইম বা অন্য কিছুর খরচ মেটাতে রাজি করাতে বেশ পরিপক্ক বলে জানিয়েছে বিবিসি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও