সৌরবিদ্যুৎ: লক্ষ্যপূরণ কত দূর

www.ajkerpatrika.com আজাদুর রহমান চন্দন প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২, ১৬:১০

২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর নিয়ম করেছিল বাসাবাড়িতে বিদ্যুৎ-সংযোগ পেতে হলে বাধ্যতামূলকভাবে সোলার প্যানেল লাগানোর। কিন্তু সেই সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার ব্যবস্থা রাখা হয়নি। এতে সৌরবিদ্যুতের একধরনের অপচয়ই হচ্ছিল।


আগামী ডিসেম্বর মাসের মধ্যে কয়লাভিত্তিক কিছু বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসবে। তখন বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ কমিয়ে কিছু গ্যাস শিল্প খাতে সরবরাহ করার সুযোগ সৃষ্টি হবে। এমন আশার বাণী শুনিয়ে প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী গত রোববার রাজধানীতে এক আলোচনা সভায় বলেছেন, ‘এরপরও যদি পরিস্থিতি উন্নতির দিকে না যায়, তখন প্রয়োজনে দিনের বেলায় কোনো বিদ্যুৎ ব্যবহার করা থেকে বিরত থাকার দিকে যেতে হবে।’ জ্বালানি উপদেষ্টার এই মন্তব্যের পর দেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতের পরিস্থিতি ব্যাখ্যা করে বোঝানোর আর দরকার পড়ে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও