You have reached your daily news limit

Please log in to continue


যে পাঁচ ভুলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের 'ভরাডুবি'

দক্ষিণ আফ্রিকার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশ ক্রিকেট দল।

বাংলাদেশ ক্রিকেট দল আজ সিডনিতে ১০৪ রানে হেরে গিয়েছে। এই বিশ্বকাপে এখনো পর্যন্ত এটিই সবচেয়ে বড় রান ব্যবধানে হার।

একদম শুরু থেকেই বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ক্রিকেটে মানের পার্থক্য ছিল স্পষ্ট, সেটা ফলাফলেও ফুটে উঠেছে।

শুরুতে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২০৫ রান তোলে।

বাংলাদেশ দলের রিভিউতে ভুল
দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের প্রথম ওভারেই বাংলাদেশ এমন একটি রিভিউ নিয়েছিল যা কখনোই মনে হয়নি ব্যাটে বলে কোনও সংযোগ হয়েছে।

বাংলাদেশের উইকেট কিপার নুরুল হাসান সোহান এরপরে আরও একটি রিভিউ নেন মেহেদী হাসান মিরাজের বলে।

চারটি নো বল, দুটি ওয়াইড ও ৫ রান পেনাল্টি
তাসকিন আহমেদ দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারেই দুটি নো বল দেন।

সেখান থেকে শুরু হয় দক্ষিণ আফ্রিকার হাত খুলে খেলা।

চারটি নো বলের মধ্যে তাসকিন একাই তিনটি নো বল দেন।

মাঠের আচরণ বুঝে বল না করা
বাংলাদেশের ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হুসেইন সামি মনে করেন সিডনি ক্রিকেট গ্রাউন্ডের যে আচরণ সেটা বাংলাদেশের ফাস্ট বোলাররা ধরতে পারেননি।

"প্রথম ১৫ ওভারে বল খেয়াল করলে দেখবেন গতিতে ভ্যারিয়েশন নেই মুস্তাফিজ ছাড়া। এখানে মুস্তাফিজ আলাদাভাবে কাজ করেছেন। কাটার, স্লো বাউন্সার দিয়েছেন। শেষ পর্যন্ত এই ম্যাচে চার ওভারে মাত্র ২৫ রান দিয়েছেন।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন