সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়ের নতুন রেকর্ড বাংলাদেশের

কালের কণ্ঠ প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২, ১২:৫৫

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রোটিয়াদের দেওয়া ২০৬ রানের টার্গেট তাড়ায় নেমে নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ অল-আউট হয়েছে মাত্র ১০১ রানে। ৩১ বলে সর্বোচ্চ ৩৪ রান করেছেন লিটন কুমার দাস। ১০৪ রানের বিশাল এই পরাজয়ে হয়েছে নতুন রেকর্ড।


এতদিন টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানে পরাজয়ের রেকর্ড ছিল ১০২ রানের। ২০০৮ সালে পাকিস্তানের করাচিতে ২০৩ রান তাড়ায় বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল ১০১ রানে। সেই ১০২ রানের পরাজয়ই ১৪ বছর ধরে বাংলাদেশের সর্বোচ্চ পরাজয়ের রেকর্ড ছিল। আজ ১০৪ রানে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়ে নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল বাংলাদেশ। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার জন্য এটা দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও