![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-10%252F651d5dd0-ef80-4a6e-b969-5fa9fc7a9497%252FColage.jpg%3Frect%3D0%252C0%252C3000%252C1688%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.1)
‘আড়াল’ আজ প্রকাশ্য হবে
মানুষটা গানের হলেও অভিনয় তাঁর জন্য নতুন কিছু নয়। নিজের গানের ভিডিওগুলোতে তো নানা রূপেই হাজির হন প্রীতম হাসান। তার বাইরে গত বছর অভিনেতা হিসেবে চরকিতে মুক্তি পায় তাঁর প্রথম চলচ্চিত্র ‘ইউটিউমার’। তারপরও গত মঙ্গলবার রাতে একই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের ‘আড়াল’-এর ট্রেলারে চমকে দিয়েছেন এই গায়ক-অভিনেতা। বেশির ভাগ সময়ই ‘শহুরে’ লুকে দেখা গেলেও ‘আড়াল’-এ গ্রামের এক যুবকরূপে হাজির হয়েছেন প্রীতম। আজ রাত আটটায় মুক্তি পাবে নাজমুল নবীনের এই চরকি ফ্লিক।
আগেই রহস্যের বার্তা দিয়েছিল টিজার। নতুন মুক্তি পাওয়া ট্রেলারটি যেন সেই রহস্যকেই আরও ঘনীভূত করেছে। কী নিয়ে ‘আড়াল’-এর গল্প? মনপুরা দ্বীপের যুবক সিদ্দিক ভোররাতে নিজের ঘরের মেঝেতে এক নারীর লাশ আবিষ্কার করেন। যুবকের ঘরে নারীর মরদেহ—ভোরে এ কথা চাউর হলে কী হতে পারে, ভাবতে ভাবতে হয়রান সিদ্দিক। কিন্তু ঘটনা নতুন বাঁক নেয়, পুলিশ এসে যখন সেই মরদেহ আর খুঁজে পায় না! এরপর? এ ঘটনার আড়ালের গল্পটাই বা কী—তা নিয়ে চরকি ফ্লিক ‘আড়াল’।