কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পিঠে ক্যামেরা বাঁধা ব্যাগ নিয়ে ধ্বংসস্তূপে ঢুকে যাবে ইঁদুর, খুঁজবে আটকে থাকা মানুষ?

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২, ১৫:৪৯

ভূমিকম্প থেকে ট্রেন দুর্ঘটনা, অনেক সময়ই আহতরা বিভিন্ন বিপর্যয়স্থলে আটকে থাকেন। যোগাযোগ করা সম্ভব হয় না বলে কখনও কখনও বিলম্বিত হয়ে যায় উদ্ধারকাজ। অথচ কিছু আগে জানা গেলেই হয়তো বাঁচানো যেত প্রাণ। সেই সমস্যা কমাতে এ বার কাজে আসতে পারে ইঁদুর। বেলজিয়ামের এক দল বিজ্ঞানী প্রশিক্ষণ দিচ্ছেন কিছু ইঁদুরকে, যাতে সেগুলিকে ব্যবহার করা যায় উদ্ধারকাজে।


এপিওপিও নামের একটি সংস্থার বিজ্ঞানীরা বানিয়ে ফেলেছেন ইঁদুরের পিঠে লাগানোর মতো বিশেষ এক ধরনের ব্যাগ। সেই ব্যাগে থাকবে অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরা। বিজ্ঞানীদের দাবি, ওই ব্যাগ পিঠে নিয়ে ইঁদুরগুলি ঢুকে যেতে পারবে ধ্বংসস্তূপের ভিতর, খুঁজে বার করতে পারবে আটকে থাকা মানুষকে। ডনা কিন নামের এক গবেষকের নেতৃত্বে চলছে এই গবেষণা। সংবাদমাধ্যমে ডনা জানিয়েছেন, ইঁদুর খুবই উৎসুক একটি প্রাণী। আকারেও ছোট। তাই চট করে অল্প জায়গার মধ্যে দিয়েও সেগুলি ঢুকে পড়তে পারে। সেই কারণেই এই প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে ইঁদুরকে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও