![](https://media.priyo.com/img/500x/https://images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2022/10/25/world-cup.jpg?itok=Qz-WS6gt×tamp=1666685097)
ইরানকে নিষিদ্ধ করে ইউক্রেনকে বিশ্বকাপে সুযোগ দেওয়ার দাবি
ডেইলি স্টার
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২, ১৫:২৫
কাতার বিশ্বকাপকে সামনে রেখে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইরানের। চলতি মাসেই নারীদের স্টেডিয়ামে ঢুকতে না দেওয়াকে কেন্দ্র করে দেশটিকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছিল নারীবাদী সংগঠন ওপেন স্টেডিয়ামস। এবার ইউক্রেনের ক্লাব শাখতার দোনেস্কের প্রধান নির্বাহী সারগি পালকিনও তুললেন একই দাবি, আরও বললেন ইরানের বদলে বিশ্বকাপে খেলতে দেওয়া উচিত ইউক্রেনকে।
তাদের দেশে হামলার জন্য ব্যবহৃত ড্রোন ইরানের কাছ থেকেই কিনছে রাশিয়া, দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ তুলে আসছে ইউক্রেন। সামাজিক মাধ্যম ফেসবুকে শাখতার প্রধান নির্বাহী বলেন, 'ইরানের শাসকরা যখন বিশ্বকাপে তাদের দেশের খেলা উপভোগ করবে ইউক্রেনীয়ানরা তখন ইরানি ড্রোন আর মিসাইলের আঘাতে নিহত হবে।'