বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক কোচ গার্দিওলা ইতালিয়ান ফুটবল ‘ধ্বংস’ করে দিয়েছেন, কারণ অনেক কোচ তার বল দখলের কৌশল অনুকরণ করতে চেয়েছেন, কিন্তু পর্যাপ্ত দক্ষ খেলোয়াড় না থাকায় ব্যর্থ হয়েছেন। সম্প্রতি এমন এক কথা বলে আলোচনার জন্ম দিয়েছেন ইতালির সাবেক কোচ ফাবিও কাপেলো।
২০১৬ সালে সিটিতে যোগ দেওয়া গার্দিওলা এরপর দলকে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা ও প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছেন। তিনি সম্প্রতি জানিয়েছেন, তার সময়ে প্রিমিয়ার লিগের শক্তি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতটাই যে, এখন সিটির জন্য শীর্ষ চার নিশ্চিত করাই কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
এই মৌসুমে টানা চারটি প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পর সিটি কঠিন সময় পার করছে এবং বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে। গার্দিওলা বলেছেন, ‘ফাবিও বড় ম্যানেজারদের একজন, একজন অসাধারণ ম্যানেজার। তিনি যখন বলেছেন, তখন এটা (গার্দিওলা ফুটবল ধ্বংস করেছে) অহংকারের মতো শোনায় না। তবে আমি বলব, আমরা প্রিমিয়ার লিগের মান বাড়াতে সাহায্য করেছি।’