বাংলাদেশের কাছে পাকিস্তানের ভরাডুবির কথা আবারও মনে করালেন তিনি

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৪ মার্চ ২০২৫, ২১:০৮

একের পর এক ব্যর্থতার গল্প লিখে চলেছে পাকিস্তান ক্রিকেট দল। অধিনায়ক, কোচ বদলালেও দলের পারফরম্যান্সে উন্নতি নেই খুব একটা। কদিন আগে শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতেও ব্যর্থ হয়েছে পাকিস্তান। দেশটির সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল ছয়-সাত মাসের পুরোনো এক ঘটনা মনে করিয়ে দিয়েছেন।


পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাঠে ২০০১ থেকে শুরু করে কোনো সংস্করণেই ম্যাচ বাংলাদেশ জিততে পারেনি ২৩ বছর। সেই অচলায়তন বাংলাদেশ ভেঙেছে গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে। তখন ২-০ ব্যবধানে পাকিস্তানকে টেস্টে ধবলধোলাই করে ইতিহাস গড়ে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে রানের পাহাড় গড়েও জিততে পারেনি পাকিস্তান। একই ভেন্যুতে দ্বিতীয় টেস্টে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহর মতো বোলারকেও তখন নির্বিষ লেগেছে।


চ্যাম্পিয়নস ট্রফিতে এবার নিউজিল্যান্ড, ভারতের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তানের। নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশের কাছে পাকিস্তানের ধবলধোলাইয়ের প্রসঙ্গ টেনে আকমল বলেন, ‘কেউ কি বলতে পারবেন বাংলাদেশের মতো দল কীভাবে আমাদের ধবলধোলাই করে? সভাপতির এই ব্যাপারে জিজ্ঞেস করা উচিত ছিল।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও