You have reached your daily news limit

Please log in to continue


জোলি এবার ক্যালাস

মারিয়া ক্যালাসকে ধরা হয় গত শতকের অন্যতম সেরা অপেরা গায়িকা। গলার পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা ঘটনার জন্য ব্যাপক আলোচিত ছিলেন তিনি। নাটকীয় সেই জীবনই এবার চলচ্চিত্রে আনছেন পাবলো লরেইন। আর ‘মারিয়া’ নামের সেই ছবিতে মারিয়া হচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি। মূলত ১৯৭০-এর দশকের প্যারিসে মারিয়ার শেষ দিনগুলো রুপালি পর্দায় তুলে আনা হবে। ‘মারিয়া’র চিত্রনাট্য লিখেছেন পিকি ব্লাইন্ডার্স খ্যাত প্রখ্যাত ব্রিটিশ চিত্রনাট্যকার স্টিভেন নাইট।

বায়োপিক নির্মাণে এর মধ্যেই সক্ষমতার প্রমাণ দিয়েছেন চিলির পরিচালক লরেইন। আগে চিলির কবি পাবলো নেরুদার জীবন নিয়ে বানিয়েছিলেন ‘নেরুদা’, সাবেক মার্কিন ফার্স্ট লেডি জ্যাকুলিন কেনেডি ওনাসিসকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘জ্যাকি’। সর্বশেষ গত বছর প্রিন্সেস ডায়নার জীবনীভিত্তিক ছবি ‘স্পেনসার’ বানিয়ে আলোচিত হন। এবার পর্দায় তুলে নিয়ে আসবেন অপেরা গায়িকার জীবন। ছবিটি নিয়ে এক বিবৃতিতে পরিচালক বলেন, ‘সিনেমা ও অপেরা আমার প্যাশন। এই দুয়ের যোগ ঘটানোর সুযোগ পেয়ে দারুণ লাগছে। এটা আমার অনেক দিনের স্বপ্ন।’ ছবিটিতে অ্যাঞ্জেলিনা জোলিকে পাওয়াটাকে ‘সত্যিকারের উপহার’ মনে করছেন পরিচালক। তাঁর কাছে জোলি ‘অসম্ভব সাহসী ও কৌতূহলী’ এক অভিনেত্রী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন