You have reached your daily news limit

Please log in to continue


ঘোষণার পর নায়িকার না বিস্মিত নায়ক ও নির্মাতা

সিনেমার ঘোষণা শেষে মহরত হয়ে গেছে। সর্বশেষ ২০ অক্টোবর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও হলো। উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘জয় বাংলা ধ্বনি’র গল্পকার সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সিনেমার অন্যতম অভিনেতা সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, নায়ক নিরব, নির্মাতা খ ম খুরশিদসহ অনেকে। কিন্তু উপস্থিত ছিলেন না সিনেমার নায়িকা সুনেরাহ বিনতে কামাল। নির্মাতা খ ম খুরশিদ জানালেন, অনিবার্য কারণবশত অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি নায়িকা। কিন্তু পরে জানা গেল ভিন্ন কথা। সিনেমায় অভিনয় করতে অস্বীকৃতি জানিয়েছেন জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

গতকাল গণমাধ্যমকে সুনেরাহ জানিয়েছেন, সিনেমার চিত্রনাট্য পছন্দ হয়নি বলেই তিনি অভিনয়ে অপারগতা জানিয়েছেন। সুনেরাহ বলেছেন, ‘আমি আগেই জানিয়েছিলাম চিত্রনাট্য পছন্দ হলে অভিনয় করব। কিন্তু প্রথমে যে স্ক্রিপ্টটা পেয়েছি, সেটা আমার পছন্দ হয়নি। নির্মাতা জানিয়েছেন, চিত্রনাট্য কারেকশন করা হবে। পরে কারেকশন করে যে স্ক্রিপ্ট দিয়েছেন, সেটাও আমার মনঃপূত হয়নি। আমি শুটিংয়ের আগেই না করে দিয়েছি। তাঁরা চাইলেই নতুন কাউকে নিয়ে কাজটা করতে পারবেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন