You have reached your daily news limit

Please log in to continue


ফের নতুন ছবিতে আসাদুজ্জামান নূর

নিজেকে কিংবদন্তি অভিনেতা ভাবেন না আসাদুজ্জামান নূর। বরং নিজের অভিনয় দক্ষতা হ্রাস পাচ্ছে বলে জানালেন তিনি। বললেন, ‘আমরা যারা রাজনীতিতে যুক্ত হয়েছি, আমাদের ব্যক্তিগত জীবনটি তেমন নির্ঝঞ্ঝাট নয়। যে কারণেই হয়তো আমি অভিনয় অনেক কম করি বা করি না বললেই চলে। দীর্ঘদিন অভিনয় না করার ফলে, যেটা বলা হয় অনভ্যাসে বিদ্যা হ্রাস পায়। আমারও বিদ্যা হ্রাস পেয়েছে। এতে কোনো সন্দেহ নেই।’ নূর জানান, ‘আগে যেমন নিয়মিত অভিনয় করতাম, সেই সময়কার দক্ষতা এখন অনেকটাই হারিয়ে গেছে। তবুও আমার সবটুকু দিয়ে চেষ্টা করব।’

গতকাল ‘জয় বাংলা ধ্বনি’ নামের সরকারি অনুদানের একটি ছবির সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ ছবিতে তিনি অভিনয় করছেন। রাজনৈতিক ব্যক্তিত্ব শাজাহান খানের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। খ ম খুরশীদের পরিচালনায় এতে আরও অভিনয় করবেন নিরব, সুনেরাহ বিনতে কামালসহ অনেকে।

সংবাদ সম্মেলনে সঞ্চালক থেকে শুরু করে বিভিন্ন বক্তা আসাদুজ্জামান নূরকে কিংবদন্তি শিল্পী হিসেবে আখ্যায়িত করেন। নিজের নামের সঙ্গে এই শব্দে আপত্তি তুলে নূর বললেন, ‘আমাকে পরিচয় করানোর জন্য কিংবদন্তি শব্দটি কয়েকবার ব্যবহার করা হয়েছে। এই শব্দটি বহুবার ব্যবহৃত হতে হতে খুব মলিন হয়ে গেছে। এটি ব্যবহার কম বা না করাই ভালো। আমার চোখে কিংবদন্তি শিল্পী বলতে যাদের বুঝি, যেমন গোলাম মোস্তাফা আছেন, আনোয়ার হোসেন আছেন কিংবদন্তি শিল্পী। আমরা ওই পর্যায়ের শিল্পী এখনো হতে পারিনি বলে আমি বিশ্বাস করি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন