ভাত ও ভোট: দুই অধিকার নিশ্চিত করার বুদ্ধি

প্রথম আলো আনিসুল হক প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২, ০৮:৫১

আমি একটা চিঠি পেয়েছি। অনামা সেই চিঠি আমার মনে হয়েছে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে প্রকাশ করা উচিত। আমি সামান্য সম্পাদনা করে চিঠিটা তুলে ধরছি:


প্রিয় আনিসুল হক,


সালাম নেবেন। ‘আশা করি ভালো আছেন’ কথাটা আশা করে বলতে পারলাম না। দোয়া করি ভালো থাকুন। নিচের লেখাটা দয়া করে প্রকাশ করবেন।


ভাতের অধিকার। ভোটের অধিকার। রাষ্ট্র জনগণকে এই দুই অধিকার দিতে অঙ্গীকারবদ্ধ। নেতৃবর্গ সোচ্চার। এই অধিকার যদি নিশ্চিত করা যায়, জনগণ খুশি, নেতারা তৃপ্ত এবং গৌরবান্বিত। নেতাদের মুখে যখন খই ফুটতে থাকে—‘আমরা জনগণের ভাতের অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি। ওরা তো কেড়ে নিয়েছিল,’ তখন সেই খই জনগণের চোখেমুখে এসে খোঁচার মতো লাগে না, খোঁটার মতো লাগে না, বরং জনতা হাসিমুখে হইহুল্লোড় করে খই-মুড়ি খায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও