টুইটারের নীল টিক

প্রথম আলো প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২, ০৮:৫০

গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক এক গণমাধ্যমের সম্পাদক ডায়ানা পার্লের ইনবক্সে একটি ই–মেইল আসে। তাতে বলা হয়, তাঁর ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে রাশিয়ার মস্কো থেকে কেউ একজন ঢুকেছেন (লগ–ইন করেছেন)। পার্লের আগে এ ধরনের মেইলের সঙ্গে পরিচয় ছিল। এ ধরনের মেইল সাধারণত টুইটার থেকেই করা হয়ে থাকে। এতে সাদা পটভূমি, কালো লেখা ও নীল রঙের লিংক থাকে।


অ্যাকাউন্টের নিরাপত্তার কথা ভেবে ওই লিংকে ক্লিক করে বসেন ডায়ানা। তিনি তাঁর অ্যাকাউন্ট নিরাপদ রাখতে ওই লিংকে গিয়ে তাঁর পাসওয়ার্ড দেন এবং অ্যাকাউন্ট হালনাগাদ করেন। এর কয়েক মুহূর্ত পরেই একটি টেলিগ্রাম গ্রুপে একটি বার্তা আসে।


এতে ডায়ানার টুইটার প্রোফাইলের স্ক্রিনশট ও একটি লিংক দেওয়া হয়। তিন ঘণ্টা পরেই টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিন একটি বার্তা দিয়ে জানান, ‘সোল্ড’। অর্থাৎ ডায়ানার অ্যাকাউন্টটি কালোবাজারে বিক্রি হয়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও