বৃষ্টির সময় টিভি চালালে যেসব ভুল করবেন না
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৪, ১৩:২২
প্রকৃতি নানানভাবে শীতের আগমনী বার্তা দিলেও বর্ষা যেন যেতেই চাইছে না। মাঝে মাঝেও বৃষ্টিতে ভিজছে মাটি, গাছপালা। এই ভেজা-স্যাঁতস্যাঁতে পরিবেশে ঘরের ইলেকট্রনিক সামগ্রীগুলোর উপর বিশেষ নজর রাখা খুবই জরুরি। কারণ বজ্রপাতের কারণে টিভি, এসি, ফ্রিজের মতো ইলেকট্রনিক ডিভাইস খারাপ হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাই এই সময়ে বিশেষ সাবধানতা অবলম্বন করা জরুরি।
টিভির দিকে বিশেষ নজর রাখা উচিত। কারণ বর্ষার মরশুমে কেউ যদি ছোট ছোট কিছু ভুল করে ফেলেন, তাহলে তাকে এর মাসুল গুনতে হবে। আর স্মার্ট টিভি খারাপ হলে প্রচুর টাকা খরচ করতে হতে পারে। তাই টিভি চালানোর ক্ষেত্রে কিছু ক্ষেত্রে নজর রাখা উচিত।