রায়েরবাজার মার্কেট: পরিত্যক্ত ভবনে দোকান

www.ajkerpatrika.com রায়েরবাজার প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২, ০৯:০৪

একেবারে জীর্ণশীর্ণ দোতলা ভবন। দেয়াল ও ছাদের আস্তরণ ভেঙে পড়েছে। কোথাও কোথাও লাল ইট কালচে হয়ে বেরিয়ে এসেছে। রাজধানীর রায়েরবাজার মার্কেটের অবস্থা এমনই। ১৬ বছর আগেই ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। একাধিকবার উদ্যোগ নেওয়া হয় ভেঙে ফেলারও। কিন্তু পরে আর তা হয়নি। ফলে পরিত্যক্ত মার্কেটে বহাল তবিয়তে ব্যবসা করছেন দোকানিরা। এতে একদিকে তৈরি হয়েছে দুর্ঘটনার ঝুঁকি অন্যদিকে বছরের পর বছর কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সিটি করপোরেশন।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিত্যক্ত ঘোষণার কারণে মার্কেটটির ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স অনেক দিন ধরে নবায়ন করা হচ্ছে না। ফলে রাজস্ব জমা দেওয়ারও প্রশ্ন নেই। ডিএনসিসি সূত্রে জানা যায়, অর্ধশতাব্দী আগে পাকিস্তান আমলে তৈরি হয়েছে মার্কেটটি। ৭২ হাজার বর্গফুটের বেশি আয়তনের মার্কেটটিতে বর্তমানে ৯৭৫টি দোকান রয়েছে। ডিএনসিসির প্রতিবেদন অনুযায়ী, ২০০৬ সালের ২৪ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা মার্কেটটি পরিত্যক্ত ঘোষণা করেন। পরে ২০০৭ সালের ১২ জুলাই উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নিলামে বিক্রি করা হয়। তখন নিলাম ক্রেতা মার্কেটের কিছু অংশ অপসারণ করেন। কিন্তু বেশির ভাগ অংশই আগের মতো থেকে যায়। ২০১৯ সালের ১৪ জানুয়ারি ডিএনসিসির এক সভায় মার্কেটটি পরিত্যক্ত ঘোষণা করে আবার ভাঙার সিদ্ধান্ত হয়। তখনো অদৃশ্য কারণে আর ভাঙা হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও