নরসিংদীতে হচ্ছে নতুন দুই সার কারখানা
রাজধানীর অদূরে নরসিংদী জেলার পলাশ উপজেলায় স্থাপিত হচ্ছে নতুন দুই সার কারখানা। ইউরিয়া সারের আমদানি কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে কারখানা দুটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এগুলো নির্মিত হবে জাইকা এবং সরকারের নিজস্ব অর্থায়নে। এ জন্য ‘ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প (১ম সংশোধন)’ একনেকের অনুমোদন পেয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, নরসিংদী জেলার পলাশ উপজেলায় বিদ্যমান ২টি ইউরিয়া সার কারখানা যথাক্রমে ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড ও পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের স্থলে দুটি নতুন সার কারখানা নির্মিত হচ্ছে। এ দুটি কারখানায় দৈনিক ২ হাজার ৮০০ মেট্রিক টন হিসাবে বার্ষিক ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন গ্রানুলার ইউরিয়া সার উৎপাদিত হবে। এর মধ্য দিয়ে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে ইউরিয়া সারের চাহিদা মিটানো এবং সুলভ মূল্যে কৃষকদের কাছে সার সরবরাহ নিশ্চিত করা যাবে, পাশাপাশি দেশে ইউরিয়া সারের আমদানি কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সার কারখানা