প্রতারকদের ধরিয়ে দিয়ে নিজেই বিপাকে ব্যাংক কর্মকর্তা

প্রথম আলো প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২, ২১:০৩

সোনালী ব্যাংকের নামে ওয়েবসাইট খুলে টাকার বিনিময়ে বিভিন্ন ব্যক্তিকে ভুয়া নিয়োগপত্র দিয়ে আসছিল একটি চক্র। এ প্রতারণা চোখে পড়ে ব্যাংকটির এক কর্মকর্তার। নিজের পরিচয় গোপন রেখে বিষয়টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান তিনি। এর জেরে ওই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। তবে যে কর্মকর্তা এ চক্রের খবর দিয়েছিলেন, তিনিই এখন নানা জটিলতার মধ্যে পড়েছেন।


২০১৭ সালে আগস্টে পরিচয় গোপন রেখে ডাকযোগে প্রতারক চক্রটির সন্ধান দিয়েছিলেন মাহমুদ আলী খান নামের এক ব্যক্তি। তিনি ২০১৫ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগ দেন। মাহমুদ আলী প্রথম আলোকে বলেন, চক্রটিকে ধরিয়ে দেওয়ার পর থেকে ব্যাংকের সহকর্মীরা তাঁকে বাঁকা চোখে দেখছেন। নানাভাবে বিদ্রূপ করছেন। চক্রটিকে ধরিয়ে দেওয়ার পর তাঁকে একাধিক শাখায় বদলি করা হয়েছে। ঘন ঘন বদলির কারণে তিনি বিপাকে পড়ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও