![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2022October/couple-1-20221017114949.jpg)
সন্তান নিচ্ছেন না কেন?
একটি শিশুর জন্ম দেওয়ার মতো আনন্দজনক বিষয় পৃথিবীতে কমই আছে। নতুন মা-বাবা হওয়াটাও নিঃসন্দেহে আনন্দজনক। কিন্তু এটি যথেষ্ট কঠিনও। শিশুর যত্ন নেওয়ার জন্য অনেক কাজ করতে হয় যা একসময় মানসিক চাপের কারণ হতে পারে। বিয়ের পরপরই বেশিরভাগ দম্পতিকে যে প্রশ্নটির মুখোমুখি হতে হয় তা হলো- ‘সন্তান নিচ্ছেন না কেন?’। বন্ধু, পরিচিতজন কিংবা আত্মীয়-স্বজন কেউই এই প্রশ্নটি না করে থাকতে পারে না।
বেশিরভাগ দম্পতির ক্ষেত্রে বিয়ের পরপরই সন্তান নেওয়ার জন্য চারদিক থেকে চাপ আসতে থাকে, তাতে যদি তারা মা-বাবা হওয়ার জন্য প্রস্তুত নাও থাকে। সেসব মানুষকে মুখের ওপর কিছু বলাও সম্ভব হয় না। কারণ বিষয়টি একদিনে গড়ে ওঠেনি। যারা এভাবে প্রশ্ন করে তারা নিজেরাও একটা সময় এ ধরনের প্রশ্নের মুখোমুখি হয়েছে বা অন্যদের হতে দেখেছে। তাই এটি খুব স্বাভাবিক হিসেবেই তারা ধরে নেয়। বিশেষ করে নারীদের এই প্রশ্নের মুখোমুখি অনেক বেশি হতে হয়। যদি আপনিও এ ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয় তবে এই কৌশলগুলো মেনে চলুন-
- ট্যাগ:
- লাইফ
- সন্তান জন্মদান