২৪ ঘণ্টা পরও কক্ষে উঠতে পারেননি ঢাবির সেই শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসিন হলে বৈধ এক শিক্ষার্থীকে নিজ কক্ষ থেকে ছাত্রলীগের কর্মী কতৃক জোরপূর্বক বের করে দেয়ার ২৪ ঘণ্টা পরও সেই কক্ষে উঠতে পারেননি ওই শিক্ষার্থী। এ ঘটনার বিচার ও নিরাপত্তা চেয়ে সংশ্লিষ্ট হল প্রশাসনের কাছে লিখিত আবেদনও করেছেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় হলের ৫৬২ নম্বর রুমে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী সাইফুল ইসলাম গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
লিখিত অভিযোগে ওই শিক্ষার্থী লিখেছেন, ‘আমি সাইফুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মুহসীন হলে সংযুক্ত একজন শিক্ষার্থী। ৫৬২ নং কক্ষ বরাদ্দ পাওয়ার পর আমি কয়েকজন বন্ধুসহ কক্ষটিতে অবস্থান করছিলাম। সন্ধ্যা ৬টার দিকে হলের কয়েকজন শিক্ষার্থী এসে আমার পরিচয় জানতে চায়। ’
তিনি আরো লিখেছেন, ‘আমি বৈধ শিক্ষার্থী মর্মে হলের পরিচয়পত্র দেখালেও তারা আমাকে মারধর করে বের করে দেয়। এ সময় শরিফুল (ম্যানেজমেন্ট, ২০১৯-২০)সহ আরো কয়েকজন আমাকে মারধর করে। এ সময় সাখাওয়াত অভি (সমাজকল্যাণ, ২০১৮-১৯), শেখ ইমরান ইসলাম ইমন, টিএইচএম, ২০১৮-১৯), মুনতাসির (ইসলামিক স্টাডিজ, ২০১৯-২০), সাখাওয়াত হোসেন শান্ত (আইইআর, ২০১৬-১৭) ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং আমাকে টানা হেঁচড়া করে কক্ষ থেকে বের করে দেয়। পরে তারা জোরপূর্বক দখল করে করতে কক্ষে অবস্থান থাকে। ’