কাতার বিশ্বকাপে যানজট নিয়ে বড় শঙ্কা

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২, ০৯:৩০

বিশ্বকাপ চলাকালীন সময়ে প্রথম দুই সপ্তাহে কাতারে উপস্থিত হওয়া লাখো ভক্ত-সমর্থকদের কারণে যানজটের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে আয়োজক কমিটি।  এ সময় কাতারের রাজধানী দোহায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ থাকবে।


যানজট এড়ানোর বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজক ও সরকারী কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়েছে, স্টেডিয়ামে আশেপাশে যাদের বাসা তাদেরকে বিশেষ অনুমতি দেয়া হবে।  আগামী ২০ নভেম্বর থেকে দোহায় শুরু হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই আসর আয়োজনে আয়তনের দিক থেকে এখন পর্যন্ত দোহাই সবচেয়ে ছোট শহর যেখানে ২.৯ মিলিয়ন মানুষ বসবাস করে। বিশ্বকাপকে সামনে রেখে ড্রাইভার বিহিন মেট্রো রেল নেটওয়ার্ক প্রস্তুতিতে কাতার বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও