You have reached your daily news limit

Please log in to continue


সাবিনাদের ‘বিদ্রোহ’ অবসানের খবর দিলেন কিরণ

১৬ দিনের টানাপোড়েনের পর এলো স্বস্তির খবর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ গণমাধ্যমকে জানালেন, চলমান সমস্যার অবসান হয়েছে। যার বিরুদ্ধে এত অভিযোগ, সেই কোচ পিটার জেমস বাটলারের অধীনেই সাবিনা-মাসুরারা অনুশীলন করবেন; তবে ছুটি কাটিয়ে ফিরে।

অস্বস্তিকর পরিস্থিতি ও অচলাবস্থা নিরসনে রোববার বাফুফে ভবনে মেয়েদের সাথে আবার আলোচনায় বসেন কিরণ। সেখানেই সাবিনা-মারিয়া-মনিকাসহ সবাই চুক্তিতে ও অনুশীলনে যোগ দেওয়ার ‘নিশ্চয়তা’ দিয়েছে বলে দাবি কিরণের।

“সভাপতি ও আমার পক্ষ থেকে মেয়েদের ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রেখেছিলাম। ধারাবাহিকভাবে চেষ্টা করেছি আমরা। আজকেও তাদের সাথে বসেছিলাম আমি। আজকে বসার পরে আমি যেটা বলতে পারি, মেয়েরা ফিরবে, ট্রেনিংয়ে ফিরবে; কিন্তু এখন ফিরবে না। কেননা, আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যাবে ২৪ ফেব্রুয়ারি, যেহেতু আমরা আরব আমিরাতে যাব দুইটা ম্যাচ খেলার জন্য।”

“দল চলে যাবে সংযুক্ত আরব আমিরাতে। ফলে ক্যাম্প বন্ধ হবে। ক্যাম্প বন্ধ মানে পুরোটাই বন্ধ। সিনিয়র মেয়েরাও একটা ব্রেক চাচ্ছে, এই সুযোগে তারা একটা ব্রেক পাবে, এরপর ফিরে তারা অনুশীলন শুরু করবে। ওরা যখন অনুশীলন শুরু করবে, তার আগে আমরা যেটা করব, আমরা ও বাফুফের সর্বোচ্চ কর্তৃপক্ষ, সভাপতি মেয়েদের, কোচ-সবার সাথে বসে তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা মিটিয়ে দেওয়া হবে।”

গত ৩০ জানুয়ারি তিন পৃষ্ঠার বিবৃতিতে কোচের বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ আনেন ‘বিদ্রোহী’ ১৮ জন। তাদের অভিযোগের মধ্যে ছিল ‘গালিগালাজ করা’, ‘বডি শেমিং’, ‘মানসিক নির্যাতন’। পিটার থাকলে ‘পদত্যাগের’ হুমকিও দেন তারা। পুরো বিষয়টি ‘ভুল বোঝাবুঝি’ বলে মনে করেন কিরণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন