ভারত-পাকিস্তানকে হারাতে পারবে বাংলাদেশ

যুগান্তর প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৪

আইসিসি টুর্নামেন্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় একটাই। ২০০৭ বিশ্বকাপে পোর্ট অফ স্পেনের ওই জয়ের পর থেকে বাংলাদেশ যতবার মুখোমুখি হয়েছে ভারতের, হার নিয়ে মাঠ ছেড়েছে। পাকিস্তানের বিপক্ষেও ১৯৯৯ সালের বিশ্বকাপে নর্দাম্পটনের ওই জয়ের পর থেকে জিততে পারেনি বাংলাদেশ।


তবে সে গেরো এবার খুলতে পারে। এমনটাই বিশ্বাস সাবেক জাতীয় পেসার তালহা জুবায়েরের। গতকাল শনিবার তিনি মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তিনি সাংবাদিকদের বলেন, ‘যখনই আমরা ভারতের বিপক্ষে খেলি, বড় প্রত্যাশা থাকে। বহুবার জয়ের খুব কাছে গিয়েও শেষ করতে পারিনি। আমি আশাবাদী, এবার সেই সুযোগ আসবে এবং পাকিস্তানকেও হারানো সম্ভব।’ 


আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া আট দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। স্বাগতিক পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ডের আছে নাজমুল হোসেন শান্তর দলের গ্রুপসঙ্গী।


২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর থেকে বাংলাদেশ বহুবার লড়াই করে কাছাকাছি গিয়েছে, তবে শেষ হাসি হাসতে পারেনি। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বেঙ্গালুরুতে দুই রান দরকার থাকতে শেষ তিন বলে উইকেট হারিয়ে এক রানে হেরে গিয়েছিল টাইগাররা। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাঁচ রানে হেরে গিয়েছিল বৃষ্টিবিঘ্নিত ম্যাচে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও