You have reached your daily news limit

Please log in to continue


আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি: স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা নিউজিল্যান্ডের

জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ড ৩২০ রান করার পরই চাপে পড়ে যায় পাকিস্তান। যদিও কেউ কেউ কয়েকদিন আগে ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ৩৫৬ রান তাড়া করে হারিয়ে দেয়ার স্মৃতি মনে করে সম্ভাবনার কথা বলেছিলো; কিন্তু নিউজিল্যান্ডের কাছে ফাইনালের হারের দগদগে স্মৃতির কথা মনে করে শঙ্কার কথাও জানিয়েছিলো।

শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। ৩২০ রানের বড় স্কোরের নিচে চাপা পড়ে পাকিস্তান আর বের হতে পারেনি। বাবর আজম আর খুশদিল শাহের হাফ সেঞ্চুরি সত্ত্বেও থেমে যেতে হলো ৪৭.২ ওভারে ২৬০ রানে। স্বাগতিক পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুভ সূচনা করেছে নিউজিল্যান্ড।

জয়ের জন্য ৩২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই রান তোলার জন্য সংগ্রাম করতে হয় পাকিস্তানি ব্যাটারদের। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে তুলতে সক্ষম হয় মাত্র ২২ রান। এ সময় রান তোলার তাড়ায় আউট হতে হয় সউদ শাকিল (৬) এবং মোহাম্মদ রিজওয়ানকে (৩)।

ইনজুরির কারণে ফাখর জামান খেলতে পারবেন না, এমনটাই ধরে নিয়েছিলো অনেকে। বিশেষ করে তিনি যখন ফিল্ডিংই করতে নামতে পারেননি। তবে তাকে চার নম্বরে নামানো হয়। ফাখর জামান এবং বাবর আজম মিলে চেষ্টা করেন একটা ভালো জুটি গড়তে। তবে তাদের ৪৭ রানের জুটি পাকিস্তানকে খুব একটা আশার আলো দেখাতে পারেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন